Jiban Krishna Sarker

From WikiAlpha
Jump to: navigation, search
জীবন কৃষ্ণ সরকার Ponishare-verified.png

Jiban Krishna Sarker
Native name হাওরকবি জীবন কৃষ্ণ সরকার
Born ৪ জানুয়ারী ১৯৮৭ ইং
গ্রাম : বাট্টা, পো: বংশীকুন্ডা, উপজেলা : মধ্যনগর, জেলা : সুনামগঞ্জ
Residence সুনামগঞ্জ , বাংলাদেশ
Nationality বাংলাদেশী
Other names হাওরকবি জীবন কৃষ্ণ সরকার
Citizenship বাংলাদেশী
Education বিএসসি অনার্স,এমএসসি (গণিত), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
Occupation শিক্ষকতা, লেখালেখি
Employer কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠাগার, হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা (হাসুস)
Organization কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠাগার, হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা (হাসুস)
Known for হাওরকবি জীবন কৃষ্ণ সরকার
Notable works হাওরপিডিয়া, মধ্যনগর দর্পণ
Home town সুনামগঞ্জ , বাংলাদেশ
Spouse বিনতা বিশ্বাস
Children বিজয় কৃষ্ণ সরকার
Parents পিতা - সুধীর রঞ্জন সরকার , মাতার - মিলন রাণী সরকার
Website
https://www.facebook.com/jibankrishna.sarker1?mibextid=ZbWKwL

হাওরকবি জীবন কৃষ্ণ সরকার Ponishare-verified.png একজন হাওরবাদী লেখক ও গবেষক।হাওর বিষয়ক মুক্ত কোষ হাওরপিডিয়া Ponishare-verified.png প্রতিষ্ঠাতা ও সম্পাদক তিনি। ২০০৪ সাল থেকে তিনি হাওর ও হাওরের সমস্যা,সম্ভাবনা নিয়ে কবিতা,কলাম,নাটক লিখে যাচ্ছেন নিয়মিত।হাওর নিয়ে লেখালেখির দরুন পাঠক মহল তাঁকে হাওরকবি হিসেবে অভিহিত করেছে।তাই তিনি মূলত হাওরকবি হিসেবেই সমধিক পরিচিত তাঁর পাঠক মহলে।বলা চলে হাওরের এক অকুতোভয় সাহিত্য সৈনিক হাওরকবি। তৃণমূল হাওরে উন্নয়ন ভাবনা ছড়িয়ে দিতে ২০১৮ সালের ৪ঠা জানুয়ারী তিনি গঠন করেন হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা(হাসুস) বাংলাদেশ নামে হাওর ভিত্তিক দেশের প্রথম সাহিত্য ও সামাজিক সংগঠন।

সংগঠনটির সদস্যরা হাওরের সাত জেলায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।এর আগে তৃণমূল হাওরে সাহিত্য ভাবনা জাগিয়ে তুলতে ২০১৭ সালে প্রতিষ্ঠা করেন হাওরসাহিত্য ভিত্তিক দেশের প্রথম গণপাঠাগার “কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠার” বংশীকুন্ডা।পাঠাগারটি সুনামগঞ্জ জেলার দুর্গম হাওরাঞ্চল মধ্যনগর উপজেলাধীন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন সদরে অবস্থিত।উল্লেখ্য হাওরের সুখ দুঃখ নির্ভর সাহিত্য “হাওরসাহিত্য”র জনক বলা হয় তাঁকে।তিনিই প্রথম হাওরের সাহিত্যটাকে “হাওরসাহিত্য” নামে অভিহিত করে দেশে প্রথম “হাওরসাহিত্য” নামকরণ করে “কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠাগার” নামে বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রনালয়ের অধীনে জেলা গণগ্রন্থাগারের আওতাধীন উক্ত পাঠাগারটিকে নিবন্ধন করেন।২০২১ সালের ১৪ই ফেব্রুয়ারী প্রতিষ্ঠা করেন হাওরের মুক্ত কোষ “হাওরপিডিয়া”।এ পর্যন্ত ৩০০০০০(তিন লক্ষ) এর ও অধিক পাঠক হাওরপিডিয়া ভিজিট করেছেন যা একটি মাইল ফলক।হাওরের সমস্যা সম্ভাবনা সকল কিছু সার্চ দিলে পাওয়া যাচ্ছে হাওরপিডিয়াতে যা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ রুপায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হাওরাঞ্চলে।লেখা লেখি,সাহিত্য জগতেও রয়েছে হাওরকবির অনন্য অবদান।তাঁর উল্যেখযোগ্য গ্রন্থগুলো হলো মাটির পুতুল(কাব্যগ্রন্থ-২০১৬),স্মৃতির অবয়ব (কাব্যগ্রন্থ- যৌথ- ২০১৬),হাওরবিলাপ(কাব্যগ্রন্থ-২০১৭),হাওর মোদের জীবন মরণ(কাব্যগ্রন্থ-২০১৮),গাঙচিলকণ্ঠ(কাব্যগ্রন্থ- ২০১৯) হাওর পারের নাইয়া (কাব্যগ্রন্থ-২০২৩), হাওরের গল্প কথা (প্রবন্ধ-২০২৩)। সম্পাদনাতেও পিছিয়ে নেই তিনি।হাওরের তরুণ প্রজন্মকে সাহিত্যমূখী করে গড়ে তুলতে সম্পাদনা করছেন হাওরপিডিয়ার প্রিন্ট ভার্সন,মধ্যনগর দর্পণ(উপজেলা-উত্তর মধ্যনগরের প্রথম প্রিন্ট পত্রিকা)।প্রবন্ধ সাহিত্যেও হাওরকবির বিশাল অবদান।এখন পর্যন্ত হাোর নিয়ে ১০ টির অধিক গবেষণামূলক মৌলিক প্রবন্ধ রয়েছে।এ ছাড়াও সবমিলিয়ে ১০০ এর অধিক গবেষণামূলক প্রবন্ধ রয়েছে যা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত। তার একটি সারাজাগানো প্রবন্ধ “হাওর বিশ্ববিদ্যালয় স্থাপন সময়ের দাবি”। এই প্রবন্ধটি গত ২৪ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক ভোরের দর্পণের প্রথম পৃষ্ঠার শিরোনামে দ্বিতীয় গুরুত্বপূর্ণ আর্টিকেল হিসেবে স্থান দখল করে।এছাড়াও বিভিন্ন স্থানীয়,জাতীয় সাহিত্য সম্মেলনে নিয়মিত অংশগ্রহণ করে চলেছেন তিনি।বই কবির নিত্য সঙ্গী।অবসরকালীন সময়ে বই পড়াই কবির প্রিয় বিষয়।কবি সকলের আশীর্বাদ/দোয়া প্রার্থী।