Doctor Tahmina Sultana Afrin

From WikiAlpha
Jump to: navigation, search
Dr. Tahmina Sultana Afrin Ponishare-verified.png


Tahmina Sultana Afrin একজন বাংলাদেশী বংশদ্ভূত আমেরিকা সিটিজেনশীপ নাগরিক; শিক্ষাগত জীবন বাংলাদেশের রাজধানী ঢাকার প্রসিদ্ধ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ হতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা জীবন সমাপ্ত করেন। এরপর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হতে স্নাতক এবং ক্লিনিক্যাল সাইকোলজির ওপর Bachelor of Medicine Bachelor of Surgery (MBBS) অর্জন করেন; অতঃপর তৎকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ক স্কলারশীপে Advanced Diploma in Modern Applied Psychology বিষয়ে পড়াশোনা করতে East Los Angeles Doctors Hostpital নিযুক্ত হউন; বর্তমানে ইন্টার্নী সয়কাল শেষে স্থায়ীভাবে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্বরত আছেন। এছাড়াও বাংলাদেশের আইসিটি ডিপার্টমেন্টের অধীন প্রবাসী কল্যান সংস্থার ওরিয়েন্টর প্রোগ্রামার হিসেবে প্রবাসীদের জন্য "আদর্শ ফ্রিল্যান্সিং শিক্ষায় উন্নত জীবন গড়ুন" শীর্ষক ব্যক্তিগত উদ্দ্যোগে সামাজিক কর্মকান্ডে নিযুক্ত আছেন।

== External Links