মোহাম্মদ আল আমিন

From WikiAlpha
Jump to: navigation, search

This content may meet WikiAlpha’s criteria for speedy deletion because it consists mainly of non-English content.

If this content does not meet the criteria for speedy deletion, or you intend to fix it, please remove this notice, but do not remove this notice from pages that you have created yourself. If you created this page, and you disagree with its proposed speedy deletion, add your justification for this content on its talk page.

Note that once tagged with this notice, the page may be deleted at any time if it unquestionably meets the speedy deletion criteria, or if an explanation posted to the talk page is found to be insufficient.

মোহাম্মদ আল আমিন

লেখক
Native name নিয়ামত উল্লাহ আল আমিন Ponishare-verified.png
Born ২৮ই নভেম্বর
Residence চট্টগ্রাম, বাংলাদেশ
Nationality বাংলাদেশি
Education আলিম পরিক্ষার্থী
Occupation
Years active ২০১৯ থেকে বর্তমান
Known for বাংলাদেশি লেখক, সাহিত্যিক
Home town নোয়াখালী, বাংলাদেশ
Height 5.8"
Religion ইসলাম


নিয়ামত উল্লাহ আল আমিন (২০০৪-বর্তমান) একজন প্রতিবাদী ও বিদ্রোহী লেখক হিসেবে পরিচিত।

জন্ম ও প্রাথমিক জীবন

মোহাম্মদ আল আমিন দক্ষিন এশিয়ার উন্নতশীল দেশ বাংলাদেশের অন্তর্গত চট্টগ্রাম বিভাগে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ জহিরুল ইসলাম এবং মাতার নাম (উল্লেখযোগ্য নহে)।তার পিতা পেশায় একজন চাকুরীজীবি।।

শিক্ষাজীবন

মোহাম্মদ আল আমিনের শিক্ষাজীবনের বেশিরভাগ সময় চট্টগ্রামেই কাটে। নোয়াখালির মকিল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১২ সালে ২য় শ্রেণী পাশ করেন। এরপর চট্টগ্রামের চকবাজারস্থ দারুল কুরআন আইডিয়াল ইনস্টিটিউট মাদ্রাসায় ২০১৩ সালে আবার ১ম শ্রেণীতে ভর্তি হন। এরপর ২০১৫ সালে উক্ত মাদ্রাসা হতে নুরাণী বোর্ড পরিক্ষায় অংশ নিয়ে এ+ পেয়ে পাশ করেন এবং ২০১৭ সালে অত্র প্রতিষ্ঠান হতে ৫ম শ্রেণীর সমাপনি পরিক্ষায় অংশ নিয়ে জিপিয়ে ৫ পেয়ে পাস করেন। এরপর নগরীর রাহাত্তারপুলস্থ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা হতে ২০২০ সালে ৮ম শ্রেণি পাশ করে নগরীর উম্মুল মাদারিস খ্যাত দারুল উলুম কামিল মাদ্রাসা হতে ২০২৩ সালে দাখিল পরিক্ষায় অংশ নিয়ে পাশ করেন। বর্তমানে অত্র মারাসায় আলিম শ্রেণীতে অধ্যয়নরত আছেন।

কর্মজীবন

মোহাম্মদ আল আমিন কর্মজীবনের শুরু করেন টিউশন শিক্ষক হিসেবে। ২০১৯ সালে তিনি হ্যাক সাইবার আর্মি, টিম ভাইরাস] এবং ইসলামিক সাইবার সিকিউরিটিতে দীর্ঘ সময় কাজ করেন। এরপর তিনি ২০২৩ সালে জিএম আইটি কম্পানিতে কাজ করেন। বর্তমানে তিনি সোস্যাল মিডিয়া মার্কেটিং এর কাযে র্কমরত আছেন।

সাহিত্যজীবন

মোহাম্মদ আল আমিন কিশোর বয়স থেকেই সাহিত্যে আগ্রহী হয়ে উঠেন। তিনি প্রথমদিকে কবিতা-গল্পের বই পড়তে ভালোবাসতেন। এরপর মাঝে মাঝে তিনি শখের বসে লেখালেখি শুরু করেন। তিনি জুলুম, অত্যাচারের বিরুদ্ধে একটি বই লেখা শুরু করেন যেটি এখনো সমাপ্ত হয় নি। তবে তার বেশ কয়েকটি কবিতা প্রকাশিত হয়েছে।

তার রচিত উল্লেখযোগ্য কবিতার মধ্যে "আগুন জ্বলে" , অনুপ্রেরণা , ঈদের পরেই পরিক্ষাউল্লেখযোগ্য।

মোহাম্মদ আল আমিনের লেখনীতে মুক্তবুদ্ধি, বিদ্রোহ, প্রতিবাদ ও মানবতার ছাপ পাওয়া যায়। তিনি বন্ধু মহলে সাহিত্যিক/কবি নামে খ্যাত। তার লেখায় আরিফ আজাদ, কাজি নজরুল , ও জাগ্রত কবি মুহিব খান -এর প্রভাব লক্ষ্য করা যায়। তার কবিতায় সমাজ-সংস্কৃতি, ধর্ম-বর্ণ, মানবতাবোধ ইত্যাদি বিষয়াবলী বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে, সুন্দর, মহৎ ও ভালোভাবে জীবনযাপনের উপায় সন্ধান করা হয়েছে।

মোহাম্মদ আল আমিনের উক্তি-

তার উল্লেখযগ্য কবিতা গুলো

AGUN JOLE "আগুন জ্বলে"
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩
EID ER POREI PORIKKHA
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩
ONUPRERONA
প্রকাশ : ২৭ই আগস্ট ২০২৩
SOIRACHARER POTON
প্রকাশ: ৩ই অক্টোবর ২০২৩

তথ্যসূত্র

[[1]] [[2]]