মুহাম্মদ আল ইমরান

From WikiAlpha
Jump to: navigation, search
মুহাম্মদ আল ইমরান

ইমরান এর ছবি
Born ১৫ জুলাই বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন।
Nationality বাংলাদেশি
Education জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
Known for অভিনেতা।
Home town পটুয়াখালী।
Website
মুহাম্মদ আল ইমরান

মুহাম্মদ আল ইমরান এম এ ইমরান নামেও পরিচিত, একজন বাংলাদেশী অভিনেতা, লেখক এবং নির্মাতা। ইমরান থিয়েটার, ফিল্ম এবং টেলিভিশন প্রযোজনায় একজন অভিনেতা হিসেবে কাজ করেছেন। তার নিজের নামে (Muhammad Al Emran) একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে তিনি বই রিভিউ এবং তথ্যচিত্র সম্পর্কিত ভিডিও আপলোড করেন।


জীবনী

প্রাথমিক জীবন:

ইমরান বরিশাল বিভাগের সাগরকন্যা খ্যাত পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল মান্নান হাওলাদার ও মাতা মোসাঃ মাছুমা বেগম। ইমরান পড়াশোনা করেছেন সৃজনী বিদ্যানিকেতন, পবিপ্রবি, দুমকি, পটুয়াখালী। সেহাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পটুয়াখালী৷ পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, পটুয়াখালী। ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।


কর্মজীবন:

শিখি ও শেখাই ক্যাম্পেইনের বিজয়ী হয়ে ২০২২ সাল থেকে টেন মিনিট স্কুলের এম্বাসেডর হিসেবে যুক্ত আছেন।


অভিনয় জীবন:

শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন। মঞ্চ নাটকের পথচলা শুরু হয় নেপথ্যে কাজ করে। ২০২৩ সালে ড. কামালউদ্দিন কবির স্যার নির্দেশিত "যাত্রাপালা বিদ্রোহী মাইকেল মধুসূদন" এর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চায়নের সময় সেট সিফটিং এর সাথে যুক্ত ছিলেন। এরপর ২০২৪ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় বার্ষিক নাট্যোৎসবে শিক্ষার্থী নির্দেশিত "যমালয়ে এক বেলা" নাটকে প্রহরীর চরিত্রে অভিনয় করেন।


সাহিত্য কর্ম:

মুহাম্মদ আল ইমরান কলেজ জীবন থেকে লেখালেখি করেন। ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয়ে দেয়ালিকায় লেখা দিতেন। ইমরানের প্রথম ছোটগল্প নগরীতে যা বুড়িগঙ্গা নদীর ময়লা-আবর্জনা নিয়ে সচেতনতা মূলক রচনা।


সম্মাননা

- ১ম পুরস্কার, (অভিনয়)বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয় - ২০২২ - ১ম পুরস্কার, (উপস্থিত বক্তৃতা) বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয় - ২০২২ - পটুয়াখালী সদর উপজেলা কর্তৃক প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা সনদ- ২০১৮ - পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা- ২০১৮