আলীমুশ্বান সাইমুন

From WikiAlpha
Jump to: navigation, search
Alimussun Saymun Blue badge.png

Picture of Alimussun Saymun
Native name আলীমুশ্বান সাইমুন
Born 1997/01/02
Barguna District
Nationality Bangladeshi
Citizenship Bangladeshi
Education

B.S.S (National University, Bangladesh)&

Computer Science & Engineering, (Open University of Bangladesh)
Occupation Poet & entrepreneuri
Known for Busnessman
Notable works

Founder, Alif Laila Group

(Great Man,What does Freedom mean?)
Height 5 Feet 11 Inch
Awards

Poet Award

Bangladesh Poet community (2016)
Website
alimussunsaymun.com

আলীমুশ্বান সাইমুন(জন্মঃ ০১ জানুয়ারী ১৯৯৭) একজন বাংলাদেশী কবি, ইসলামী সংগীত শিল্পী,ঔপন্যাসিক এবং ছোটগল্পকার ও একজন বাংলাদেশী উদ্যোক্তা । আলিফ লায়লা গ্রুপপ্রতিষ্ঠার জন্যও বেশ পরিচিত। তার উল্লেখযোগ্য কবিতা, মহান মানব, অমানুষ, জাতির পরাধীনতা, স্বাধীনতা মানে কি ?

জন্ম

১৯৯৭ সালের ২ জানুয়ারি, বরগুনা জেলার বেতাগী থানার বিষখালী নদীর তীরে সড়িষামুড়ি ইউনিয়ানের ভোড়া বেতমোড় গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

প্রারম্ভিক জীব

আলীমুশ্বান সাইমুন গ্রামীন জীবন যাবনের সাথে অভ্যস্ত ছিলেন। তার বাবা মাওলানা মোশারেফ হোসেন একজন শিক্ষক ও সমাজ সেবক। দাদা ছিলেন আব্দুর রশিদ হাওলাদার একজন সমাজ সেবক এবং গনমান্য ব্যক্তি ছিলেন সড়িষামুড়ি ইউনিয়ন এ। তার বাবা মাওলানা মোশারেফ হোসেন ডেমা গুলিশাখালী বালিকা দাখিল মাদ্রাসার সুপার( অধ্যক্ষ) এবং মাতা সাহানা শিরিন তালুকদার ( বি এ ) এক জন সরকারি চাকরি জীবি ( শিক্ষিকা )। নানা ছিলেন আশ্বেক তালুকদার তৎকালীন বৃর্টিশ ও পাকিস্তান আমলের একজন সমাজ সেবক এবং এক জন মুক্তিযোদ্ধা ১৯৭১ সালে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যুদ্ধ করেন। তার দূরদর্শী কৌশলের কারনে পাকিস্তানিদের হাত থেকে রেহাই পেয়েছিল বরগুনা জেলার পাথরঘাটার সতকর এলাকার অনেক হিন্দু পরিবার ও তাদের মেয়েরা । আলীমুশ্বান সাইমুন শৈশবে ভর্তি হন বাড়ির পাশে দক্ষিন বেতমোর সরকারী প্রাথমিক বিদ্যালয়। এখানে থেকে ৫ম শ্রেণীতে কৃতিত্বর সাথে পাশ করেন। এর পর কবি ভর্তি হন বরগুনা জিলা স্কুলে ৬ষ্ঠ শ্রেণীতে। ২০১২ সালে বরগুনা জেলা স্কুল থেকে ম্যাট্টিক পাশ করেন এবং প্রকৌশলী হওয়ার স্বপ্ন নিয়ে ২০১২ সালে ভর্তি হন বরিশাল এর ইনফ্রা পলিটেকনিক ইনিস্টিটিউট এ ডিপ্লোমা মেরিন ইন্জিনিয়ারিং এ। ৪র্থ সেমিস্টার পরিক্ষার মাত্র ৪ দিন বাকী। কবি রাজনৈতিক একটি দলের সাথে জড়িত থাকায়। রাজনৈতিক প্রতিহিংসার এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় কবির পড়াশুনা ২০১৪ সালে বন্ধ হয়ে যায়। হতাশায় পড়ে যান কবি। তবুও আশাহত না হয়ে, তার প্রকৌশলী হওয়ার স্বপ্ন মাটি চাপা দিয়ে নতুন করে ভিন্ন ভাবে শিক্ষা জীবন শুরু করেন।বরিশাল ছেড়ে চলে যান খুলনা শহরে। তিনি ২০১৪ সালে খুলনা সোহরাওয়ার্দী কলেজে ভর্তি হন। ২০১৬ সালে এইচ এস সি পাশ করে এর পর ২০১৬ সালে খুলনা বি এল কলেজ থেকে বি এস এস ( সম্মান) পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টাস পাশ করেন।

কর্মজীবন

কবিতা লেখার পাশাপাশি ইসলামী সংগীত শিল্পী ও আলীমুশ্বান সাইমুন। ছাত্র অবস্থায় থাকার সময় থেকেই তিনি উদ্যোক্তা জিবন শুরু করেন খুলনায়। প্রথম দিকে কসমেটিক্স, কাপড় এর আইটেম নিজেই অর্ডার কাটতেন দোকানে দোকানে গিয়ে। আবার পন্য নিজেই সাইকেল এ করে অর্ডার কাটা দোকান গুলোতে ডেলিভারি দিয়ে আসতেন এভাবেই তার উদ্যোক্তা জীবনের শুরু হয়। এর পর ঢাকাতে আসার পর টুকটাক ব্যবসা করেন। পল্টনের আজাদ প্রডাক্টস এর সামনে ফুটপাতে ৬ মাস ইলেকট্রিক পন্য বিক্রি করেন। আজাদ প্রডাক্টস এর সামনে ফুটপাতে একটা সময় আর দাড়াতে দেয় নি আজাদ প্রডাক্টস এর কর্তৃপক্ষ। বাধ্য হয়ে গুটাতে হয় ফুটপাতের ব্যবসা না। রতন নামের এক জন পার্টনার কে নিজে আজকের ডিল, দারাজ, ইভ্যালি তে মার্চেন্ট একাউন্ট খুলে পন্য সাপ্লাই এর অনলাইনে ব্যবসা শুরু করেন। কিন্তুু একটা সময় আলীমুশ্বান সাইমুন এর ব্যবসায়িক পার্টনার এ ব্যবসা থেকে আলাদা হয়ে নিজেই একা বিজনেস শুরু করে। পার্টনারশিপ ব্যবসা ওখানেই শেষ হয়। আর্থিকভাবে কবি আলীমুশ্বান সাইমুন অনেক ভেঙ্গে পরেন। ঢাকাতে টিকে থাকা তার জন্য কষ্ট হয়ে যায়। উপায় না পেয়ে মটর সাইকেল এর প্রশিক্ষণ নেন। কেননা তখন ঢাকাতে বাইকে রাইড শেয়ারিং টা বেশ জনপ্রিয় হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয় ছাত্র, বেকার শিক্ষিত যুবকরা পাঠাও, উবার,ওবাই,সহজ কম্পানি গুলোর মাধ্যমে রাইডিং করে বেকারত্ব দূর করছে । বাইক চালানো শিখে পরিচিত এক বন্ধুর কাছ থেকে একটি মটর সাইকেল ৩৫০ টাকা প্রতিদিন ভাড়া বাবদ নেন এবং রাইড শেয়ারিং শুরু করেন ২০১৬ সালে শেষ দিকে । কিছু দিন পর নিজে একটা মটর সাইকেল ক্রয় করে রাইডিং করেন প্রায় ৭ মাস জাবত। পরে আবার নতুন ভাবে ব্যবসা শুরু করেন। তিনি প্রতিষ্ঠা করে ১৮ তারিখ এর ৫ই মে রোজ শুক্রবার ২০১৮ সালে চালু করেন ই-ডাক কুরিয়ার নামে একটি পার্সেল হোম ডেলিভারী প্রতিষ্ঠান। প্রথম দিকে তারা শুধুমাত্র ঢাকা সিটিতে পার্সেল ডেলিভারি করে থাকেন। আলীমুশ্বান সাইমুন পরে ২ জুন ২০২০ সালে আলিফ লায়লা ডট কম নামে একটি কমার্স প্রতিষ্ঠান তৈরি করেন।

এছাড়া ও আরো অনেক প্রতিষ্ঠান গড়ে তোলেন ধীরে ধীরে।

সাহিত্য জিবন

আলীমুশ্বান সাইমুন ৬ষ্ঠ শ্রেণীতে থাকা অবস্থায় বরগুনা জিলা স্কুলের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে কবিতা লেখার প্রতিযোগিতায় " শ্রেষ্ঠ মানুষ " কবিতার মাধ্যমে সাহিত্য সুচনা হয়।

মাত্র ২০ বছর বয়সে তার কবিতা আহ্বান কাব্য ও কবিতা পত্রিকায় প্রকাশিত হয়। লেখক এর ছদ্দ নাম বাংঙ্গালি কবি সাইমুন খান এ নামেও তিনি কবিতা অনেক কবিতা লিখেছেন।

লেখক আলীমুশ্বান সাইমুন স্কুল জীবনে স্কাউট এর সাথে জড়িত ছিলেন ৫ বছর। কলেজ লাইফে বি এন সি সি ক্যাডেট এ ছিলেন ২ বছর।

২০১৪ সালে খুলনা তে প্রথম আলো বন্ধু সভায় যোগ দেন নানা রকম সামাজিক কর্মকাণ্ড সাথে জড়িত ছিলেন। ২০১২ সালে বরিশাল থিয়েটার এর মাধ্যমে মঞ্চ নাটকে পথ চলা শুরু করেন কবি।

খুলনায় থাকা অবস্থায় নাটকে অভিনয় করেছেন খুলনা নাট্য নিকেতন এ। খুলনা নাট্য নিকেতন এর সদস্য এবং খুলনা শিল্পকলা একাডেমীর সদস্য তিনি ।

নুরুল ইসলাম বিপ্লব পরিচালিত "প্রেম অন্ধ মানে না ভালো মন্ধ " টেলিফিল্ম এ অবিনয় করেন ২০১৬ সালে মুক্তি পায়।

এছাড়াও "জান্নাত " সিনেমায় মিশা সওদাগর এর অনুশারী হিসাবে অভিনয় করেন ২০১৮ সালে মুক্তি পায়।

সাহিত্যকর্ম

তার অভিনীত উল্লেখযোগ্য মঞ্চ নাটকঃ

মরা (২০১৪), একাত্তরের ভালবাসা (২০১৫), শাস্তি ( ২০১৬), মেরাজ ফকিরের মা (২০১৬), চারদিকে যুদ্ধ (২০১৬), ইদানীং তিনি ভদ্রলোক (২০১৭), অগ্নিগিরি (২০১৮), আগুনের ফুল (২০১৯)

ইসলামীক বইঃ

আলীমুশ্বান সাইমুন এর রচিয়ত ইসলামিক বই গুলো হলো ১.সিরাতাল মুস্তাকিম ২. দ্যা গ্রেটেস্ট ম্যান ইন দ্যা ওয়াল্ড ৩.কোরআন এবং সুন্নাহর আলোকে জিবন, ৪. জান্নাত এবং জাহান্নাম, ৫.পৃথিবী কেন সৃষ্টি হল, ৬. সৃষ্টিকর্তার নেয়ামত, ৭.নাস্তিক বনাম ইসলাম, ৮.কেয়ামত কবে হবে ? ৯. কে ইসলামের দুষমন  ?

ইসলামিক সঙ্গীতঃ


তার উল্লেখযোগ্য কবিতা গুলো হলোঃ

১.শ্রেষ্ঠ মানব, ২. আহব্বান, ৩. মা, ৪.আত্ন হিসাব, ৫.নির্বোধ জাতি, ৬.স্বাধীনতার মানে কি, ৭.আজও মনে পড়ে, ৮. ক্যান্সার, ৯.কিশোর বেলা, ১০.শিক্ষাঙ্গন,

কাব্যগ্রন্থ গুলো হলোঃ

১.নির্বোধ জাতি"

ছোট গল্পঃ

১.নীল কন্যা, ২.অবুজ ভালবাসা, ৩.আখি

উপন্যাসঃ

১.প্রমি, ২.রহস্যময় নারী,

নাটকঃ

১.কান্না, ২.রাতের প্রহরী , ৩.নিশীথের রূপসী

সঙ্গীতঃ 

১.বহুৎ বড় হে আমার মা, ২.আমি ছন্ন ছারাই,ঘুরি ফিরি খাই, ♪ ওগো কন্যা, তুমি আর তাকাইয়ো না, ♪ সেই রেল লাইনের ধারে, নন্দলালের.., ♪ দূরে আছি বলে তুমি ভুলে যেও না, ♪ যদি ভুল বুঝে দূরে সরে যাও, ♪ খোলা জানালার পাশে বসছি,

সাইন্স ফিকশনঃ

১.কালো বিড়াল, ২.ভংয়কর নারী, ৩.মৃত্যু পুরী,

ভ্রমন কাহিনীঃ

১.কাবার পথে, ২.নীল পাহাড়ের দেশে, ৩.কিছুটা সময় নীল সাগরের তীরে, ৪.কোন একদিন দারুচিনির দীপে, ৫. সৃষ্টিকর্তার নিদর্শন বরফের পাহাড়ে,

পারিবারিক জীবন

রাজনৈতিক দর্শন

সম্মাননা

সামাজিক মাধ্যম

Facebook , Instagram , Twitter , GitHub , Linkedin

বহিঃসংযোগ

Alimussun Saymun's Personal Website Alimussun Saymun on FimFreeWay

Reference