Ibno Masud

From WikiAlpha
Revision as of 12:07, 25 December 2022 by Moynul6206 (Talk | contribs) (Created page with "{{Infobox person | name = '''Ibno Masud''' {{verified}} | image = Ibno Masud.jpg | image_caption = '''Ibno Masud''' | native_name = '''...")

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Ibno Masud Ponishare-verified.png

Ibno Masud
Native name Ibno Masud (ইবনু মাসউদ)
Born 28 January 2005 (2005-01-28) (age 19)
Comilla, Bangladesh
Residence Bangladesh
Nationality Bangladeshi
Education Al-Jamiah As-Salafiyah Narayanganj
Occupation
Years active 2022- present
Known for Bangladeshi Poet.
Home town Comilla, Bangladesh
Height 5.9"

কবি পরিচিতি

নামঃ ইবনু মাসউদ। 
বাবা-মায়ের চার সম্তানের  মাঝে দ্বিতীয় সন্তান। বাবা কামরুজ্জামান মাসুদ। তিনি একজন মানবসেবা ব্রত ইউপি চেয়ারম্যান৷ কামরুজ্জামান মাসুদ জাতীয় পর্যায়ে মানবিক সহায়তার জন্য পেয়েছেন দশাধিক পুরুস্কার। ইবনু মাসউদের মা নিলুফা আক্তার রিনা। তিনি একজন গৃহিনী৷ কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন আশানপুর গ্রামে ২০০৫ সালের ২৮ শে জানুয়ারি ইবনু মাসউদ জন্মগ্রহন করেন। ২০১৬ সালে কৃতিত্বের সাথে দেবিদ্বার তানযীহুল উম্মাহ হিফজ মাদ্রাসা হতে সম্পূর্ন কুরআন  হিফজ করেন। ২০১৮ সাল থেকে ইবনু মাসউদ বিভিন্ন ছদ্মনাম দিয়ে অনলাইন জগত ও বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি শুরু করেন।

সর্বশেষ ইবনু মাসউদ নামেই লেখক হিসেবে বেশ পরিচিতি পান। চারটি যৌথ কাব্যগ্রন্থে ইবনু মাসউদের লেখা কবিতা প্রকাশ পেয়েছে। উক্ত ৪ টি যৌথ কাব্যগ্রন্থ হলোঃ ১/দীর্ঘ অনুভূতি(ঐকতান প্রকাশনী) ২/ গৌধূলী রাঙা আবির(আশালতা প্রকাশনী) ৩/ বৃষ্টি ভেজা রোদ্দুর(সপ্তকা প্রকাশন)৪/ আমি কবি (কে,পি,আর)

 ইবনু মাসউদ কিশলয় নামের একটি পত্রিকার সাথে জড়িত আছে। ইবনু মাসউদের সাহিত্য জগতে কবিতা দিয়ে প্রবেশ হলেও তিনি প্রবন্ধ  গল্প,উপন্যাস ও লেখেন। ফেইসবুকের বিভিন্ন সাহিত্য সংগঠন থেকে বারংবার ২০ এর অধিক এবং অগনিত সনদ পাওয়া(অনলাইন সনদ) কবি ইবনু মাসউদ।  ইবনু মাসউদ সমসাময়িক বিষয় নিয়ে কবিতা,গল্প লেখায় বেশ পটু। বর্তমানে এক মুঠো জোসনা নামের একটি যৌথ কাব্যগ্রন্থ সম্পাদনা করছেন ইবনু মাসউদ।  ইবনু মাসউদের সকল লেখায় স্বাধীনতার চিত্র ফুটে উঠেছে। গনতন্ত্র বিরোধী ইসলামী ভাবধারার এক তেজস্বী কলমের নামঃ ইবনু মাসউদ৷


 রৌপ্য পদকপ্রাপ্ত কবি ইবনু মাসউদ ১৭ নভেম্বর ২০২২ এ আয়োজিত আর্জেন্টিনা হতে  অনলাইন সাহিত্য সম্মেলনে আমন্ত্রিত হোন।তবে,ইবনু মাসউদ পরীক্ষার কারণে উক্ত অনুষ্ঠানে যোগদান করতে পারেননি।
 বাংলা সাহিত্যের নতুন ধারা তৈরী করেছে ইবনু মাসউদ। গল্পের মাধ্যমে উপন্যাসের অগ্রগতি। 

যে উপন্যাসের মাঝে ভিন্ন প্লট,ভিন্ন গল্প!তবুও বাংলা সাহিত্যে উপন্যাস বলা হয়।উক্ত উপন্যাসের নাম:বাবা গলি। (প্রকাশিতব্য২০২৩ বইমেলা)

 কুরআনকে কাব্য অনুবাদ করার লক্ষ্যে ইবনু মাসউদের কাজ চলমান। ইবনু মাসউদ বলেনঃ আমি কুরআনের কাব্য অনুবাদ করবই ইনশা আল্লাহ। আমার মৃত্যু পর্যন্ত  সাধ্যনুযায়ী তা চেষ্টা করে যাব।তবে, আমি এখনও ছন্দ শিক্ষায় সময় পার করছি। যার ফলে কুরআনের কাব্য অনুবাদ নিয়ে কাজ করতে পারছি না । 
আল্লাহ চাহেতু ছন্দ শিখা শেষ হলে কাব্য অনুবাদের কাজ সূচনা করব। বর্তমানে ইবনু মাসউদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরিচালিত জামিয়া সালাফিয়া নারায়নগঞ্জের একজন নিয়মিত ছাত্র৷ ইবনু মাসউদ উক্ত জামিয়ার কিশলয় লেখক ফোরাম নামের একটি সাহিত্য গ্রুপের সদস্য। ইবনু মাসউদ পড়াশুনার পাশাপাশি সাহিত্যকে ভালোবাসেন।