Simanto Ridwan

From WikiAlpha
(Redirected from User:Simanto Ridwan)
Jump to: navigation, search
Ridwan & SimantoPonishare-verified.png
Known for Best Friend, Brother

সীমান্ত ও রিদুয়ান তারা দুইজন খুব ভালো বন্ধু।তারা একে অন্যের বিপদে সবসময়ই একসাথে থাকে।তাদের বন্ধুত্ব খুবই গভীর।রিদুয়ান ও সীমান্ত বর্তমানে দশম শ্রেণিতে,আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে পড়ে।

তারা কি চায়?

সীমান্ত ও রিদুয়ান তারা সবসময় চায় একে অন্যের পাশে দাঁড়াতে।তারা একে অন্যের কষ্ট অনুভব করতে পারে।তারা চায় একসাথে পড়ালেখা করে ভালো একটা রেজাল্ট করতে।

তাদের জন্ম কোথায় ও তারা কোথায় থাকে।

রিদুয়ান ও সীমান্ত দুইজনেই বর্তমানে ময়মনসিংহে থাকে।সীমান্তর জন্মদিন 14 September ও তার বন্ধুর জন্মদিন 5 December.সীমান্ত ও রিদুয়ান দুজন ভিন্ন এলাকায় বসবাস করে।সীমান্তর বাসা থেকে রিদুয়ানের বাসা প্রায় 0.6মাইল দূরে।

তাদের বন্ধুত্ব

সীমান্ত ও রিদুয়ান প্রিয় বন্ধু হিসেবে একে অন্যের নাম দিয়েছে।রিদুয়ান তার বন্ধুর নাম দিয়েছে মান্তু এবং সীমান্ত তার নাম দিয়েছে রিদু ।সীমান্ত রিদুয়ানকে খুবই যত্ন করে।তারা নিজেদের মধ্যে ভাইয়ের সম্পর্ক বানিয়ে নিয়েছে।এর মধ্যে রিদুয়ান ছোট ও সীমান্ত বড়।সীমান্ত মনে করে তাদের বন্ধুত্ব মৃত্যু পর্যন্ত টিকে থাকবে।অবশেষে আমরা বলতে পারি তাদের মতো বন্ধুত্ব বর্তমান সময়ে খুব কমই দেখা যায়।

About Sajedul Islam Simanto

Gallery