MD Aminul Islam Mintu

From WikiAlpha
Jump to: navigation, search
মোঃ আমিনুল ইসলাম মিন্টুPonishare-verified.png

Bangladeshi
Born

25 October 1991 (1991-10-25) (age 32)
[[গ্রাম- বগুড়া,ডাকঘর-বাগমারা, উপজেলা -উল্লাপাড়া

জেলা-সিরাজগঞ্জ]], Bangladesh
Nationality বাংলাদেশী
Occupation গীতিকার
Religion মুসলিম
Website
[1]

আমিনুল ইসলাম মিন্টুPonishare-verified.png সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বগুড়া গ্রামে ২৫ শে অক্টোবর ১৯৯১ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃত ইসমাইল হোসেন তিনি পেশায় একজন শিক্ষক এবং মাতার নাম মনোয়ারা খাতুন।।তারা ছয় ভাই এবং পাঁচ বোনের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ। আমিনুল ইসলাম মিন্টু ছোট বেলা থেকেই লেখালেখি আরাম্ভ করেন এবং এই লেখার অভ্যাসটি তার বাবার কাছে থেকেই পান।।তার বাবাও লেখা লেখি খুব পছন্দ করতেন এবং তিনিও একজন লেখক ছিলেন তবে তার লেখা ছিলো স্কুল নিয়ে।। স্কাউট দল নামের একটি কবিতা লেখে সে পাবনা পি টি আই ট্রেনিং সেন্টার থেকে পুরষ্কার পেয়েছিলেন। ছেলেকে ও সে ঐ ভাবেই গড়ে তোলেন।


Biography and Early life

আমিনুল ইসলাম মিন্টু সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বগুড়া গ্রামে ২৫ শে অক্টোবর ১৯৯১ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃত ইসমাইল হোসেন তিনি পেশায় একজন শিক্ষক এবং মাতার নাম মনোয়ারা খাতুন।।তারা ছয় ভাই এবং পাঁচ বোনের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ। আমিনুল ইসলাম মিন্টু ছোট বেলা থেকেই লেখালেখি আরাম্ভ করেন এবং এই লেখার অভ্যাসটি তার বাবার কাছে থেকেই পান।।তার বাবাও লেখা লেখি খুব পছন্দ করতেন এবং তিনিও একজন লেখক ছিলেন তবে তার লেখা ছিলো স্কুল নিয়ে।। স্কাউট দল নামের একটি কবিতা লেখে সে পাবনা পি টি আই ট্রেনিং সেন্টার থেকে পুরষ্কার পেয়েছিলেন। ছেলেকে ও সে ঐ ভাবেই গড়ে তোলেন। (আমিনুল ইসলাম মিন্টু)ছেলে যখন সপ্তম শ্রেণীর ছাত্র তখন তার ছেলে (আমিনুল ইসলাম মিন্টু)একটা ম্যাগাজিনে (চলন বিলের নাও) দুটো কবিতা ও একটি সংক্ষিপ্ত উপন্যাস বের করেন। এবং ব্যাপক সাড়া পান এলাকায়।। পরের বছর এক ই ম্যাগাজিন থেকে তিনি কবিতা প্রকাশ করেন। এভাবেই আমিনুল ইসলাম মিন্টুর লেখালেখির সাথে সম্পৃক্ত হয়।। ২০০৮ সালে তিনি সর্ব প্রথম একক উপন্যাস "ব্যাথা ভরা এ হৃদয়" শিরোনামে বের করেন। তারপর তিনি একের পর এক যৌথ কাব্য গ্রন্থ প্রকাশ করতে থাকেন" যেমন

১// "কবির কবিত্ব" সম্পাদনায় রুদ্র শামীম

২//" সাগর কন্যা ১" সম্পাদক

৩// "শতবর্ষী মুজিব সম্পাদক আবুল কালাম আজাদ

সহ প্রায় সতেরোটি যৌথ কাব্য গ্রন্থ তার লেখা প্রকাশ করেন।।

২০২১ সালের একুশে বইমেলায় তার সম্পাদনায়

প্রকাশিত হয় " সর্বশ্রেষ্ঠ বাংলার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।" নামক কাব্য গ্রন্থ বইটির মোড়ক উন্মোচন করেন জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় তানভীর ইমাম এম পি মহোদয়।। এবং একই বছর তার প্রথম একক কাব্যগ্রন্থ " জীবনের কাব্য কথা।" নব সাহিত্য প্রকাশনি থেকে প্রকাশিত হয়।। তার কবিতার ছন্দের গুরু জহুরুল ইসলাম

ময়নুল হক মইন

ডক্টর হাফিজুর রহমান লিটু

ডাক্তার অজয় রায়

নুরুজ্জামান সবুজ

সহ আরও অনেকে।।

তিনি নিত্যান্তই কবিতা লেখতে ভালবাসেন এবং কবিতা পছন্দ করতেন কিন্তু তার বাড়ি উল্লাপাড়া উপজেলায় হওয়াতে জনপ্রিয় কন্ঠশিল্পী ইমন খানের সঙ্গে সখ্যতা গড়ে উঠে ইমন খানের উৎসাহ অনুপ্রেরণায় তিনি গান লেখার কৌশল শিখতে গুরু মিল্টন খোন্দকার এবং চট্টগ্রামের মিনার মাহমুদ কাছে তামিল নেন।। পরবর্তী সঙ্গীত পরিচালক আল আমিন খানের তার লেখায় সুরালাপ করেন তার জীবনের প্রথম গান রেকর্ড হয় ইমন খান ও আল আমিন খানের হাত ধরে এইচ এম মিউজিক স্টেশন থেকে " হৃদয় পোষা পাখি" যদিও গানটি মার্কেটে আসতে দেরি হওয়ায় জাকিয়া সুলতানা মিতুর কন্ঠে " বিধি তোমার খেলা" শিরোনামে গানটি আগে রিলিজ হয়।।

২০২২ সালটি ছিলো এক অনন্য আমিনুল ইসলাম মিন্টু কে পাওয়া ইমন খানের গাওয়া পাখি সিরিজের পাখি নয় গানটি পাঁচ মিলিয়ন লোক লুফে নেয়।।মনির খানের গাওয়া" সব লাশের হয় না মাটি ” গানটি সকলের হৃদয় জয় করেন।। নচিকেতা চক্রবর্তী কলকাতা থেকে তার লেখা রিলিজ করেন বেলেশেষে টেলিফিল্মের প্রযোজনায়"

আসবো না আর ফিরে"

আকাশ মাহমুদের গাওয়া"পিড়িতি ভীষণ জ্বালা" টিকটকে সর্বোচ্চ স্থান দখল করেন।। এখন পর্যন্ত তার পঞ্চাশটির বেশি গান রিলিজ হয়েছে

মনির খান, আশরাফ উদাস, ইমন খান, নচিকেতা চক্রবর্তী, আকাশ মাহমুদ সহ অনেক গুণী শিল্পীর কণ্ঠে।।

Family life

গীতিকবি আমিনুল ইসলাম মিন্টুর বাবা ছিলেন খুব সৌখিন মানুষ ছোট ছেলের বউ দেখবে বলে তিনি ২০০৯ সালের দিকে পাবনা জেলার ফরিদপুর উপজেলার দেওভোগ গ্রামের আনসার আলী সরকারের ছোট মেয়ে আন্জুয়ারা ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।। ২০১৪ সালের ডিসেম্বর মাসের ষোল তারিখে তাদের ঘর আলোকিত করে আল আমিন হোসেন আলিফ নামের একটি সন্তান হয় ।। ২০২৩ সালের মার্চ মাসে আরেকটি সন্তানের মুখ দেখার অপেক্ষায় আছেন এই দম্পতি ।

working life

গীতিকবি আমিনুল ইসলাম মিন্টুর লেখা গান নিয়ে বিভিন্ন নিউজ সরকারি বেসরকারি টেলিভিশন পত্রিকায় প্রকাশিত হয়।। সব লাশের হয় না মাটি মনির খানের গাওয়া আসবো না আর ফিরে নচিকেতা চক্রবর্তীর গাওয়া তুই বড় স্বার্থপর ফারদিন খানের গাওয়া ভালবেসে আমি ভালো নেই মনির খানের গাওয়া গান নিয়ে একাত্তর টেলিভিশনে নিউজ প্রকাশিত হয়।। তাছাড়া তার কবিতা গান নিয়ে দৈনিক জনকণ্ঠ থেকে বিভিন্ন পত্রিকায় নিউজ হয়।


External links

https://www.rokomari.com/book/author/85306/aminul-islam-mintu


https://pbs.com.bd/writer/15988/aminul-islam-mintu


https://ekattor.tv/news/article?article_id=37743


https://www.dristyprotidin.com/%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0