সামিউল কাজী

From WikiAlpha
Jump to: navigation, search
সামিউল কাজী Ponishare-verified.png

সামিউল কাজী
Born সামিউল কাজী
১৯ ফেব্রুয়ারি ১৯৯৬
বাংলাদেশ
Nationality বাংলাদেশ
Occupation সমাজকর্মী
Years active 2015
Known for   সমাজসেবক 
Notable works আলোকিত গোপালগঞ্জ

Biography

সামিউল কাজী তিনি একজন সমাজকর্মী, তার জন্ম ১৯ ফেব্রুয়ারি ১৯৯৬ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নে । এখানেই তাঁর শৈশব কেটেছে। গোহালা টি. সি. এ. এল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি শেষ করে সরকারি বাংলা কলেজ মিরপুর ঢাকা থেকে এইচএসসি শেষ করেন। ছাত্রজীবন থেকেই তিনি নিপীড়িত মানুষের পক্ষে কথা বলেন, ২০১৫ সালের ১৫ ই ডিসেম্বর সময়ের পরিপেক্ষিতে জেলাকে দারিদ্রমুক্ত ও সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষে জেলাকে এক ধাপ। এগিয়ে নিতে প্রতিষ্ঠা করেন আলোকিত গোপালগঞ্জ।

Early life

সামিউল কাজী  আলোকিত গোপালগঞ্জের একজন স্বেচ্ছাসেবী হিসেবে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাদের ওয়েবসাইট এবং সাথে ফেসবুক পেজ ও আছে। তারা সাধারণ মানুষের জন্য কাজ করে থাকেন।  www.alokitogopalganj.com

Career

বর্তমান সংগঠনটি শিক্ষা স্বাস্থ্যের উন্নতি ও দারিদ্রতার পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে।

Reference