প্রিয়তমা শপ
প্রিয়তমা শপ বাংলাদেশের একটি ইকমার্স অনলাইন স্টোর প্রিয়তমা শপ আনুষ্ঠানিকভাবে 2022 সালের নভেম্বরে চালু হয়। কোম্পানিটি একটি ই-কমার্স ওয়েবসাইট চালু করেছিল। এটি মূলত বাংলাদেশীদের সেবা প্রদান করে থাকে।
ইতিহাস
10 নভেম্বর, 2022-এ, বাংলাদেশি ওয়েব ডেভেলপার মাহমুদুল হাসান প্রত্যয় একটি অনলাইন ফ্যাশন রিটেলার হিসেবে পিক্সেল শপ প্রতিষ্ঠা করেন। তারা মূলত তাদের উদ্যোগ নিয়েছিল ২০১৯ সালে কিন্তু তা হয়ে ওঠেনি প্রথমে তার একটা ফেসবুক পেজ খুলে কিন্তু কোম্পানির মালিকের এক বন্ধু ছিল সেই পেজের এডমিন কোম্পানির মালিক সহ মোট তিনজন ছিল সেখানে পরবর্তীতে কোম্পানির মালিক এডমিন হিসেবে মাহমুদুল হাসান কে দেয় কোম্পানির ভালোর জন্য মাহমুদুল হাসান অনেক কাজ করেছিল মাহমুদুল হাসান পরবর্তী পেজটাকে অনেক ভালো পজিশনে নিয়ে যায় তার কিছুদিন পর মালিকের সেই বন্ধু হঠাৎ করে সবাইকে রিমুভ করে দেয় এডমিন থেকে তারপর মাহমুদুল হাসান এবং কোম্পানির মালিক নড়েচড়ে বসে এবং তার মধ্যে বিকাশ থেকে কল আসে তখন বিকাশের তরফ থেকে জানানো হয়েছে তাদের এপিআই রেডি আছে । এঘটনা হবার অনেক আগে বিকাশে সেই এপিআইের জন্য এপ্লাই করে রাখে যখন তারা এই এপিআই পেয়ে যায়।তখন তারা ভাবলো যে তার একটা ওয়েবসাইট খুলে ব্যবসা শুরু করব।ওয়েবসাইটটি চালু করার পরপরই তারা গ্রাহকদের জন্য Android ব্যবহারকারীদের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন চালু করে।
২০২২ সালের 10 নভেম্বর পিক্সেল শপ তাদের কোম্পানির উদ্বোধন করেন
জুলফিকার হাসান উত্তরা ইউনিভার্সিটি তে সিএসই ডিপার্টমেন্টে পড়ালেখা শেষ করে 2022 সালে এবং সে এখন বিকাশের সাথে কাজ করছে
সব থেকে মজার ব্যাপার হচ্ছে পিক্সেল সব ডেভলপ করেছে সে মাত্র অষ্টম শ্রেণীতে পড়ে এবং সেই এসব নিয়ে কাজ করছে এবং সে ভবিষ্যতে আরো অনেক ভালো কাজ করবে আমরা সবাই আশা করি
এবং সে সবসময়ই কোডিং নিয়ে কাজ করতো এবং বিভিন্ন কাজ নিয়ে থাকতো
তার সবথেকে মজার ব্যাপারটা হচ্ছে তার একটি ইউটিউব চ্যানেল ছিল এবং সে এই ইউটিউব চ্যানেল টা নিয়ে অনেক স্ট্রাগল করেছিল
আজকে তার এত কিছু শেখা কিভাবে সে আসলে ইউটিউবে একটা চ্যানেল এর মাধ্যমে জনপ্রিয় হতে চেয়েছিল যার জন্য সে অনেক কিছু
অনেক কিছু নিয়েই কাজ করছিল বিভিন্ন সফটওয়্যার নিয়ে হার্ডওয়ার নিয়ে সেই সময়টা ছিল করোনার সময় তাই সেই সময় দিতে পেরেছিল
বেশ কিছুদিন আগে সে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ শুরু করে এবং বিভিন্ন লোকেদের সাথে কাজ শুরু করে
তার বেশ কিছুদিন পর সে বুঝতে পারে যে তার নিজে কিছু একটা করা দরকার তো সে তখন একটা ওয়েবসাইট নিয়ে কাজ শুরু করে যেটা এবং সেই ওয়েব সাইটটির নাম হচ্ছে পিক্সেল শপ
Reference
https://web.facebook.com/web.pixelsshopbd