Saifur Rahman Arif

From WikiAlpha
Revision as of 03:27, 31 December 2022 by Md Imran Hossen Tara (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Saifur Rahman Arif Verified.png
Saifur Rahman Arif
Photo of Saifur Rahman
Native name Saifur Rahman Arif
Born 13 January, 2000
Chittagong, Bangladesh
Residence CTG, Bangladesh
Nationality Bangladeshi
Education National University of Bangladesh
Occupation
Years active 2022- present
Known for Blogger
Home town Chittagong
Height 5'9"
Website
https://goafta.com/

মোহাম্মাদ সাইফুর রহমান আরিফ একজন তরুন বাংলাদেশী উদ্যেক্তা । তিনি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সিতাকুন্ডের,ভাটিয়ারীর সুনামধন্য বিজয় স্মরণী কলেজে পড়াশুনা করছেন । এবং তিনি পড়াশুনার পাশাপাশি অনলাইনে বিভিন্ন ব্লগিং ও গুগল বিজ্ঞাপন নিয়ে কাজ করছেন । তার এই নতুন স্টার্টআপ বিজনেসের একটি অফিস বর্তমানে চট্টগ্রামের কর্ণফুলীতে রয়েছে । এছাড়াও তিনি একজন প্রফেশনাল আর্টিকেল রাইটার যা তিনি তার কাজের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন । মোহাম্মাদ আরিফ ভাইয়ের একটি বিজনেস বাংলা ব্লগও রয়েছে ( Goafta.com ) [1] । এবং ব্লগটিতে নিয়মিত বাংলায় তিনি নানান ধরনের মান সম্পন্ন ব্যবসায়িক,টেকনোলজি ও চাকরির টিপস এবং ট্রিকস শেয়ার করে থাকেন । ইতিমধ্যে তার এই ব্লগটি খুব দ্রুতই প্রসারিত হচ্ছে ।


Early life

আরিফ ভাই তার শৈশব ও কৌশরজীবন পাড় করেছেন চট্টগ্রামের,পশ্চিম ইছানগর,আজিমপাড়া ৪০৩১,কর্ণফুলীতে । তাকে তার শৈশব জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান সে সময়টা তার কাছে মধুরমিষ্টিময় একটি সময় ছিল । তিনি আরো বলেন, তখন ছিল নাহ কোনো অর্থের , সপ্নের , আর প্রত্যাশার চিন্তা । তখন শুধু সকালে স্কুল , বিকালে মাঠে বন্ধুদের সাথে ক্রিকেট,ফুটবলসহ নানান ধরনের খেলা । আবার র্সূয ডোবার সাথে সাথে সন্ধ্যায় কিছুক্ষণ পড়াশোনা তারপর চাচাতো ভাই-বোন ও দাদুদের সাথে গল্পে তখনকার সময়টা ছিল জীবনের সবচেয়ে মধুর সময় এমনটায় জানান আরিফ ভাই । এরপর আরিফ ভাই আবারো বলেন সময়ের সাথে সাথে আমরা সবকিছুর গুরুত্ব ও মর্ম অনুভব ও অনুধাবন করতে পারি ।


Study

তিনি আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজে শিক্ষাজীবন শুরু করেন। এরপর আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক (এসএসসি) পাস করেন। তিনি চট্টগ্রামের ইসলামিয়া ডিগ্রি কলেজে (এইচএসসি) ভর্তি হন। পরে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হন (বর্তমানে তিনি ১ম বর্ষের ছাত্র)।


Career

সাইফুর রহমান আরিফ ভাইয়ের সপ্ন একজন সফল উদোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলা । তিনি আমাদের বুক ভরা সপ্নের কথা জানিয়েছেন । তাকে তার সপ্নের ব্যাপ্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি তার আকাশ সমান সপ্নের কথা জানান । তিনি বাংলাদেশ পেড়িয়ে নিজেকে বিশ্ববাজারেও একজন সফল উদোক্তা এবং ব্যবসায়ী হিসাবে গড়ে তুলতে চান । তিনি বাংলাদেশের সকল তরুন ও তরুণীদের মাঝে উদোক্তার বীজ বপন করে দিতে চান ।




References

  1. Goafta.com


External links