Jamia Darul Hadith Al-Arabia

From WikiAlpha
Revision as of 13:43, 24 April 2024 by Jdha (Talk | contribs)

Jump to: navigation, search
Jamia Darul Hadith Al-Arabia
Hghd.JPG
Jamia Darul Hadith Al-Arabia
Established January 1, 2013; 11 years ago (2013-01-01)
Type Private
Principal Shaikh Mohammad Harun Hossain
Students আনুমানিক ১৫১
Location গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর জেলা, বাংলাদেশ
Campus আধুনিক
Website https://clicks.zone/jamia

জামি'আ দারুল হাদীস আল-আরাবিয়া বাংলাদেশের গাজীপুর জেলার সিটি কর্পোরেশনের অভ্যন্তরে অবস্থিত একটি আদর্শ কওমী মাদ্রাসা। ২০১৩ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি। এটি বাংলাদেশ সালাফী কওমী মাদ্রাসা বোর্ড এর অন্তরভুক্ত। বর্তমানে এই মাদ্রাসার অধ্যক্ষ শাইখ মুহাম্মাদ হারুন হুসাইন।



ইতিহাস

২০১৩ সালে গাজীপুর জেলায় ইসলামী শিক্ষার প্রসার ঘটানোর উদ্দেশ্যে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। মদীনা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী শিক্ষা দানের লক্ষে শাইখ মুহাম্মাদ হারুন হুসাইন এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।

বর্তমানে এই মাদ্রাসাটি গাজীপুর জেলাসহ বাংলাদেশের বিভিন্ন জেলার ইসলামি শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


অবস্থান

জামি'আ দারুল হাদীস আল-আরাবিয়া গাজীপুর জেলার সিটি কর্পোরেশনের অভ্যন্তরে আওতাধীন গাছা থানায় অবস্থিত। মাদ্রাসাটি বোর্ড বাজার আই ইউ টি রোড দিয়ে পশ্চিমে কাথোরা গ্রামে অবস্থিত।


শিক্ষা কার্যক্রম

এই মাদ্রাসায় তিনটি বিভাগে ইসলামি শিক্ষার পাঠদান করা হয়।

                                                       ১/ কিতাব (কওমী)
                                                       ২/ কিতাম (আলিয়া)
                                                       ৩/ হিফয ও নুরানী


কিতাব (কওমী)

এই বিভাগে আযিযুল মুবতাদি (মীযানুসসরফ), নাহবেমীর, হেদায়াতুননাহু, বুলুগুল মারাম, মিশকাতুল মাসাবীহসহ পর্জায়ক্রমে সহীহুল বুখারী (বুখারী) পর্যন্ত শিক্ষাদান করা হয়।


কিতাব (আলিয়া)

এই বিভাগে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবমসহ পর্জায়ক্রমে দশমশ্রেণী পর্যন্ত শিক্ষাদানের পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ড এর অধীনে বোর্ড পরীক্ষায় অংশকরার সুযোগ দেওয়া হয়।


হিফয ও নুরানী

এই বিভাগে পবিত্র কুরআনুল কারীম বিশুদ্ধরুপে তাজবীদসহ নাজেরা ও হিফয (মুখস্থ) পড়ানো হয়।

নুরানী বিভাগে তাজবীদের আহকামসমুহ ভালোভাবে বোঝার ও মুখস্থ করার পাশাপাশি নার্সারী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষাদান করা হয়।



লিঙ্কসমুহ

ফেইসবুক লিঙ্ক-

https://shorturl.at/ersK9

ওয়েবসাইট লিঙ্ক-

https://clicks.zone/jamia

মোবাইল নাম্বার-

-০১৭ ৬১৮৯ ৭০৭৬ (প্রিন্সিপাল)

-০১৭ ৯৮৪৭ ৫০৭০ (অফিস)