জামি'আ দারল হাদীস আল-আরাবিয়া

From WikiAlpha
Revision as of 11:29, 24 April 2024 by Jdha (Talk | contribs)

Jump to: navigation, search
চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসা
Logo.jpg
চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসার লোগো
Established January 1, 1978; 46 years ago (1978-01-01)
Type এমপিও ভুক্ত
Academic affiliation ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬- ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান)
Principal মোহাম্মদ রফিকুল ইসলাম
মাধ্যমিক অন্তর্ভুক্তি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
Students Template:আনুমানিক ১০০০
Location চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম জেলা, বাংলাদেশ
Campus গ্রাম্য
EIIN সংখ্যা ১১৪৬৮১
Sports ক্রিকেট, ফুটবল, ভবিবল, ব্যাটমিন্টন
Website http://104681.ebmeb.gov.bd/

চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসা বাংলাদেশের চট্টগ্রাম জেলার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অভ্যন্তরে অবস্থিত একটি ঐতিহাসিক একটি আলিয়া মাদ্রাসা। সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি উচ্চ শিক্ষার জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত। বর্তমানে এই আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম

ইতিহাস

১৯৭৮ সালে চট্টগ্রাম জেলার ইসলামী শিক্ষার প্রসার ঘটানোর উদ্দেশ্যে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। উপমহাদেশের সুফি সাধক সৈয়দ নেছার উদ্দীনের নামে মুফতি ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মুজাফফর আহমদের উদ্যোগে ১৯৭৮ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা লাভ করে।

বর্তমানে এটি একটি কামিল মাদ্রাসা ও চট্টগ্রাম জেলার ইসলামি শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০১৪ সালের দিকে এই মাদ্রাসাকে বাংলাদেশী জঙ্গিবাদের বিরুদ্ধে সক্রিয় ছিলো।

অবস্থান

চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসা চট্টগ্রাম জেলার সিটি কর্পোরেশনের অভ্যন্তরে আওতাধীন পাহাড়তলী থানার ফিরোজশাহ নামক স্থানে অবস্থিত। মাদ্রাসাটি চট্টগ্রামের আমানতউল্লাহ রোডের পাশেই ফিরোজ শাহ কলোনিতে অবস্থিত।

শিক্ষা কার্যক্রম

এই মাদ্রাসায় ইবতেদায়ী থেকে কামিল পর্যন্ত পাঠদান করা হয়। দাখিল ও আলিম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক শাখা রয়েছে। এছাড়াও ফাজিল ও কামিল শ্রেণীতে তাফসীর বিভাগ, আল হাদিস বিভাগ, ও আল ফিকহ বিভাগ নিয়ে উচ্চতর পড়াশোনার সুযোগ রয়েছে।